পৃথিবীর সবচেয়ে বড় পশু - আফ্রিকান হাতি । আর পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী - নীল তিমি .
পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি বা ব্লু হোয়েল। এর দৈর্ঘ্য গড়ে প্রায় ১০০ ফুট বা ৩০ মিটার হয়ে থাকে। তবে নীল তিমি আসলে যে কত বড় এটা বুঝানোর জন্য আমাদের তার সঙ্গে কিছু জিনিসের তুলনা করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে ১০০ ফুট দৈর্ঘ্যটা আসলেই কত বড়। মানুষের গড় উচ্চতা হয় ৫ ফুট ছয় ইঞ্চি। তাহলে ৩০ জন এই উচ্চতার মানুষ যদি একজনের উপরে আরেকজন দাঁড়ায় তবেই নীল তিমির দৈর্ঘ্য তুমি পাবে। আরও সহজ করে যদি বলি, একটা বাস্কেট বলের কোর্টের দৈর্ঘ্য হয় ৯৪ ফুট। এখন তুমি যদি একটা সাধারণ দৈর্ঘ্যের নীল তিমিকে বাস্কেটবল কোর্টে রাখতে চাও তবে কোর্টটাকে দুই দিক দিয়ে তোমাকে আরও ৩ ফুট করে ৬ ফুট লম্বা করতে হবে।