You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
101 views
in ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন by Earnings : 0.12 Usd (106 points)

1 Answer

0 like 0 dislike
ব্লগার ও এডসেন্স নিয়ে কঠিন প্রশ্ন,সহজ সমাধান
প্রশ্ন-১ঃ ব্লগার সাইটের পোস্ট সম্পর্ন বাংলা লেখা থাকলে এডসেন্স পাওয়া যায় কি?
উত্তরঃ হ্যা,বাংলা কনটেন্ট এ এডসেন্স পাওয়া যায়।   
 প্রশ্ন-২ঃ আমার সাইটে এড শো করছে। এখন যদি আমি থিম পরিবর্তন করি তাহলে কি সমস্যা হবে?
উত্তরঃ যদি থিম পরিবর্তন করেন তাহলে সমস্যা হবে।সমস্যাটি হলো আপনার আগের গেজেট চলে যেতে পারে এবং নতুন করে অ্যাড প্লেসমেন্ট করতে হতে পারে।   

প্রশ্ন-৩ঃ Youtube এবং Blog এর জন্য কি আলাদা আলাদা Adsence লাগবে?
উত্তরঃ আলাদা আলাদা এডসেন্স লাগবে না। একটি হলেই চলবে।  
প্রশ্ন-৪ঃ ব্লগস্পট ওয়েবসাইটে কি গুগল থেকে ফটো ডাওনলোড করে আপলোড দেয়া যাবে?
উত্তরঃ গুগল থেকে সরাসরি ডাউনলোড করে আপলোড করলে অ্যাডসেন্স  পেতে সমস্যা হতে পারে।তাই যদি দিতেই হয় তাহলে ইডিট করে দিতে পারেন।

প্রশ্ন-৫ঃ blogger দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে কি টাকা লাগবে?
উত্তরঃ অবশ্যই না। ব্লগস্পট সম্পর্ন ফ্রি।শুধু এমবি খরচ হবে   
প্রশ্ন-৬ঃ আমি একটি ডোমেইন কিনেছি এবং blogger সাইটে সেট-আপ করে করেছি।আমি পরে কি এই ডোমেইনটি ওয়ার্ডপ্রেস এ সেট-আপ করতে পারবো?
উত্তরঃ হ্যা,পারবেন।
প্রশ্ন-৭ঃ .*** ডোমেইনের দাম কত?
উত্তরঃ ডট কম ডোমেইনের দাম ৪০০-১০০০ পযর্ন্ত হতে পারে।এটা নির্ভর করে কোম্পানির উপর।আপনি যদি ভালো কোম্পানি থেকে ডোমেইন নেন তাহলে দাম একটু বেশিই রাখবে।     
প্রশ্ন-৮ঃ blogger সাইটে কি টিম/গ্রপ অথবা অথর নিয়োগ দেয়া যায়?
উত্তরঃ হ্যা, অথর নিয়োগ করা যায়।আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুদেরকে নিয়ে কাজ করতে পারবেন।

প্রশ্ন-৯ঃ একটি ব্লগার একাউন্ট দিয়ে কয়টা সাইট তৈরি করা যায়?
উত্তরঃ  এটার কোনো লিমিট নেই। আপনি যত খুশি তত খুলতে পারবেন।
প্রশ্ন-১০ঃ আমার একটি ব্লগ সাইট আছে এবং এডসেন্স অনুমোদন পেয়েছি।আমার নতুন ওয়েবসাইটে এডসেন্স অ্যাড যোগ করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে,অন্য জিমেইল দিয়ে নতুন করে আবেদন করতে হবে কি?

উত্তরঃ নতুন জিমেইল দিয়ে আবেদন করা লাগবে না।আপনি আপনার অ্যাডসেন্স  এ যান sites ক্লিক করে নতুন সাইট অ্যাড করে নিন।এক্ষেত্রে গুগল আপনার সাইটিকে আবার রিভিউ করবে।২-৩ পর আপনার জিমেইলে মেইল পাঠিয়ে দেবে।  

প্রশ্ন-১১ঃ ফ্রি ব্লগার টেম্পলেট এ এডসেন্স পেতে সমস্যা হবে কি?
উত্তরঃ কোনো সমস্যা হবে না।
প্রশ্ন-১২ঃ অন্য ওয়েবসাইট থেকে কপি করে নিজের ব্লগার সাইটে পোস্ট করে দিলে এডসেন্স দিবে?
উত্তরঃ অ্যাডসেন্স দিবে না।কপি না করে নিজে নিজে লেখুন।যদি চালাকি করে অন্য সাইট থেকে কপি মেরে নিজের সাইটে ইডিট করে চালিয়ে দেন তাও ধরে ফেলবে।কারন গুগল খুবই চালাক তারা দিন দিন আপগ্রেড হচ্ছে।

প্রশ্ন-১৩ঃ আমার সাইটের অ্যাড এ আমি নিজে ক্লিক করে আয় করলে কি কোন সমস্যা হবে?
উত্তরঃ কোনো সমস্যা হবে না তবে আপনাকে আপনার সাধের এডসেন্সটি হারাতে হবে☺     
প্রশ্ন-১৪ঃ আমি যদি আমার সাইটে পোপনে ক্লিক করতে বলি আমার বন্ধুকে।তাহলে কি সমস্যা হবে?

উত্তরঃ হ্যা সমস্যা হবে।গুগলকে বলদ মনে করা আপনার বোকামি হবে।এ গুলা কখনোই করবেন না ধরতে পারলে এডসেন্স হারাতে হবে।   

প্রশ্ন-১৫ঃ ব্লগার সাইটে কি ইউটিউব ভিডিও দেয়া যায়?
উত্তরঃ ব্লগ পোস্টের মধ্যে যে কারো ইউটিউব ভিডিও দিতে পারবেন সমস্যা হবে না।   
প্রশ্ন-১৬ঃ আমার ব্লগে অন্যের ইউটিউব ভিডিও দেয়া যাবে কি?
উত্তরঃ যাবে।
প্রশ্ন-১৭ঃ ব্লগার সাইটে কি কমেন্ট এপ্রুভ সিস্টেম করা যায়?
উত্তরঃ হ্যা,এপ্রুভ সিস্টেম করা যায়।  

প্রশ্ন-১৮ঃ নিজের ব্লগে নিজে ভিউ করলে কি কোনো সমস্যা হবে?
উত্তরঃ কোনো সমস্যা হবে  না।
প্রশ্ন-১৯ঃ ব্লগার সাইটের পোস্ট গুগলে অ্যাড করা যায় কি?
উত্তরঃ অবশ্যই যায়।  
প্রশ্ন-২০ঃ ব্লগার সাইটের লিংক ফেসবুকে বেশি শেয়ার করলে কি কোনো সমস্যা হবে?
উত্তরঃ বেশি বেশি শেয়ার করলে ফেসবুক আপনার সাইটের ডোমেইন ব্লক করে দিবে।


প্রশ্ন-২১ঃ একটা ব্লগার সাইটে দুইটা ডোমেইন যোগ করা যায় কি?
উত্তরঃ যায় না।
প্রশ্ন-২২ঃ  প্রতিমাসের কত তারিখে এডসেন্স এর টাকা(ডলার) যোগ হয়?
উত্তরঃ ১ তারিখে।
প্রশ্ন-২৩ঃ ব্লগার সাইটের কালার পরিবর্তন করার উপায় *?
উত্তরঃ হ্যা,কালার পরিবর্তন করতে পারবেন এজন্য css কোড ইডিট করে আপনার কাক্ষিত কালার কোড দিয়ে দিলেই হয়ে যাবে।  

প্রশ্ন-২৪ঃ ব্লগার সাইট কি হ্যাক করা সহজ?
উত্তরঃ সহজ না বরং খুবই কঠিন। কারন হিসেবে এটা গুগল একাউন্ট দ্বারা নিয়ন্ত্রিত।     
প্রশ্ন-২৫ঃ ব্লগার সাইটের পোস্টের মাঝে মাঝে অটোমেটিক  অ্যাড দেয়া যায় কি?
উত্তরঃ অবশ্যই যায়।এ বিষয়ে আমি একটি আর্টিকেল লিখবো আপনাদের কমেন্ট পেলে।    

প্রশ্ন-২৬ঃ ব্লগার সাইটে এডমিন বা মালিক পরিবর্তন করা যায় কি?
উত্তরঃ হ্যা, পরিবর্তন করা যায়।  
প্রশ্ন-২৭ঃ এন্ড্রয়েড মোবাইল-ফোন  দিয়ে কি ব্লগার টেম্পলেট/থিম ইডিট করা যায়?
উত্তরঃ হ্যা,যায়। এজন্য প্লে-স্টোর এ থেকে QuickEdit অ্যাপ ইন্সটল করতে হবে।   
প্রশ্ন-২৮ঃ এন্ড্রয়েড ফোন  দিয়ে ব্লগার ব্যবহার করা যায় কি?
উত্তরঃ যায়।এজন্য আপনাকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।     

প্রশ্ন-২৯ঃ ব্লগার ওয়েবসাইট চিরদিনের জন্য ডিলিট করার উপায় আছে?
উত্তরঃ অবশ্যই আছে।  
প্রশ্ন-৩০ঃ ব্লগার ওয়েবসাইট এসইও করা যায় কি?
উত্তরঃ হ্যা, এসইও করা যায়।

প্রশ্ন-৩১ঃ গুগল এডসেন্স এর একাউন্ট কিভাবে খুলতে হয়?
প্রশ্ন-৩২ঃ  গুগল এডসেন্স এর চিঠি কিভাবে হাতে পাবেন।
প্রশ্ন-৩৩ঃ গুগল এডসেন্স এর জন্য কোন ব্যাংক থেকে একাউন্ট খুলবো?
উত্তরঃ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে পারেন।
প্রশ্ন-৩৪ঃ কত ডলার হলে গুগল এডসেন্স থেকে টাকা বের করতে পারবো?
উত্তরঃ সর্বনিম্ন ১০০ ডলার হলে উইথড্র দিতে পারবেন।   

প্রশ্ন-৩৫ঃ গুগল অ্যাডসেন্স এ ভুল নাম,ঠিকানা দিলে সমস্যা হবে কি?
উত্তরঃ সমস্যা হবে কারন ভুল ঠিকানায় চিঠি চলে যাবে।  
প্রশ্ন-৩৬ঃ আপনার সাইটে আপনার শত্রু এসে ৫০ টা ক্লিক করে চলে যায় তাহলে কি এডসেন্স ডিজেবল হয়ে যাবে?
উত্তরঃ কোনো সমস্যা হবে না।
প্রশ্ন-৩৭ঃ ভিপিএন দিয়ে অ্যাড এ ক্লিক করলে সমস্যা হবে কি?
উত্তরঃ ধরতে পারলে অ্যাডসেন্স  হারাতে হবে।

প্রশ্ন-৩৮ঃ ব্লগার সাইটে লগইন-সাইন আপ সিস্টেম করা যায়?
উত্তরঃ যায় না।
প্রশ্ন-৩৯ঃ ব্লগার সাইট থেকে ওয়ার্ডপ্রেস এ  নেয়া যায় কি?
উত্তরঃ হ্যা যায়।
প্রশ্ন-৪০ঃ  ব্লগার দিয়ে কি ক্যারিয়ার গড়া সম্ভব?
উত্তরঃ হ্যা ক্যারিয়ার গড়া সম্ভব তবে আপনার ব্লগটি খুব জনপ্রিয় হতে হবে।

প্রশ্ন-৪১ঃ ব্লগস্পট সাইটে ভিজিটর বাড়ানোর উপায় কি?
উত্তরঃ এসইও করতে হবে বা সোস্যাল মিডিয়াতে এক্টিভ থাকতে হবে।  
 প্রশ্ন-৪২ঃ কোন অ্যাড ইউনিটে ক্লিক পড়ে বেশি?
উত্তরঃ আমার মতে লিংক অ্যাড ইউনিট এ ক্লিক পড়ে বেশি।  

প্রশ্ন-৪৩ঃ ব্লগার দিয়ে কি অনলাইন নিউজ সাইট তৈরি করা যায়?
উত্তরঃ হ্যা যায়।
প্রশ্ন-৪৪ঃ ব্লগার থিম/টেম্পলেট ডাউনলোড করার ওয়েবসাইট আছে কি?
উত্তরঃ হ্যা,আছে।
প্রশ্ন-৪৫ঃ Blogger এ থিম/টেম্পলেট আপলোড হয় না কি করব?
উত্তরঃ ব্লগার থিম আপলোড না প্রধান কারন ভুল কোড  থাকা। তাই কোড ঠিক করা পুনরায় চেস্টা করুন।   
 প্রশ্ন-৪৬ঃ একটি ব্লগ সাইটে কতগুলো আর্টিকেল লেখা যায়?
উত্তরঃ আনলিমিটেড।  
প্রশ্ন-৪৭ঃ ব্লগার সাইটের জন্য কি হোস্টিং কেনা লাগে?
উত্তরঃ লাগে না।

প্রশ্ন-৪৮ঃ ফ্রি ডোমেইনে/সাবডোমেইনে(.blogspot.***) অ্যাডসেন্স দেয় কি?
উত্তরঃ অবশ্যই দেয়।
প্রশ্ন-৪৯ঃ  ব্লগার দিয়ে আয় করার উপায় কি?
উত্তরঃ ব্লগার দিয়ে বিভিন্ন ভাবে আয় করা যায়।  
প্রশ্ন-৫০ঃ ফ্রি ব্লগস্পট দিয়ে কি আয় করা যায়?
উত্তরঃ অবশ্যই যায়।  
প্রশ্ন-৫১ঃ ব্লগার সাইটে কাস্টম ডোমেইন(custom domain)  নেয়ার উপায় কি?  
উত্তরঃ প্রথমে আপনাকে একটি ডোমেইন কিনতে হবে তারপর ব্লগারের সাথে সেট-আপ করতে হবে।  

প্রশ্ন-৫২ঃ এডসেন্স এর বিকল্প আছে কি?
উত্তরঃ বাংলাদেশে এডসেন্স এর বিকল্প হিসেবে রয়েছে গ্রিন-রেড।কিন্তু এই সাইট খুব কম টাকা দিয়ে থাকে।যদি আপনার ওয়েবসাইটি মাসে ৪০-৫০ হাজার ভিজিটর থাকে তাহলে tabola এড ব্যবহার করতে পারেন।  
প্রশ্ন-৫৩ঃ আমি ফ্রি ব্লগস্পট ডোমেইনে  এডসেন্স পেয়েছিলাম এবং আমি  এখন কাস্টম ডোমেইন নিয়েছি কিন্তু অ্যাড শো করছে না! কি করব?
উত্তরঃ এজন্য আপনাকে প্রথমে এডসেন্স এ ডুকে sites এ ক্লিক করে add a new site চাপ দিন এবং আপনার নতুন ডোমেইনটি অ্যাড করে দিন।  

প্রশ্ন-৫৪ঃ ব্লগার সাইট কতদিন চালানো যাবে কোনো লিমিটেশন আছে?
উত্তরঃ আজীবন চালানো যাবে।

প্রশ্ন-৫৯ঃ আমার একটা ইউটিউব হোস্টেড এদসেন্স আছে। এটা আমি আমার ব্লগস্পট।কম - ব্লগে ইউজ করতে পারবো কি-না? যদি পাওয়া যায়, তাহলে ইউটিউব চ্যানেলের কোন ক্ষতি হবে কি-না?

উত্তরঃ আপনার একটি এডসেন্স ইউটিউব,ব্লগ ও app(admov) ব্যবহার করতে পারবেন।এতে কোনো সমস্যা হবে না।আমি নিশ্চিত হয়েই বলছি।আপনার ইউটিউব চ্যানেলেরও ক্ষতি হবে না।বরং সুবিধা পাবেন অর্থাৎ ইউটিউব এবং ব্লগের টাকা একসাথে যোগ হবে ফলে তাড়াতাড়ি পেমেন্ট নিতে পারবেন।

প্রশ্ন-৬০ঃ একই ব্লগে বাংলা কনটেন্ট পেইজ এবং ইংরাজী কন্টেন্ট পেইজ উভয়'ই পাবলিশ করা যায় কি-না?
ভাইয়া উত্তরের অপেক্ষায় রইলাম।

উত্তরঃ একই ব্লগে বাংলা ইংরেজি কনটেন্ট না রাখাই ভালো।তবে আপনি যদি আপনার ব্লগকে বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন করতে পারেন তাহলে সমস্যা হবে না।যেমনটাঃ দ্যা ডেইলি স্টার
প্রশ্ন-৬১ঃ আমার ইউটিউব চ্যানেলের এডসেন্সে ব্লগস্পট সাইটকে এড করতে হলে কি এডসেন্স এর জিমেইল আর ব্লগের জিমেইল একই হতে হবে ?নাকি ভিন্ন হলেও চলবে ?
উত্তরঃ হ্যা একই হতে হবে।

ভবিষ্যতে আরও ➕  করা হবে
আপনার যদি ব্লগার এবং ব্লগারের এডসেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স এ লিখে ফেলুন।আমরা আপনার প্রশ্নের যযথাসম্ভব উত্তর দেয়ার চেস্টা করবো
by Earnings : 7.67 Usd (6,721 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...