জানালার গ্রিলে পড়া বাদামি আস্তরণের নাম হলো মরিচা, যার রাসায়নিক নাম আদ্র ফেরিক অক্সাইড (Fe2O3)।
জানালার গ্রিলে ব্যবহৃত লোহা একটি মধ্যম সক্রিয় মৌল। তাই লোহা আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে এটি বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লালচে-বাদামি বর্ণের আয়রন অক্সাইড বা মরিচা উৎপন্ন করে। অর্থাৎ জানালার গ্রিলে ব্যবহৃত লোহা আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে লোহায় লালচে-বাদামি বর্ণের মরিচা পড়ে।