বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধই থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক নীতির কোন পরিবর্তন হবে না।
"বাংলাদেশ সরকার ইসরায়েল ইস্যুতে তার অবস্থান থেকে সরে আসেনি। এবং বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থানে কঠোর থাকবে," বিবৃতিতে বলা হয়েছে।
আল-আকসা মসজিদ চত্বরে এবং গাযায় বেসামরিক মানুষের উপর "ইসরায়েলি দখলদারি বাহিনীর নৃশংসতার" নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।
আরো বলা হয়েছে "জাতিসংঘের প্রস্তাবের আলোকে দুই রাষ্ট্র সমাধানকে স্বীকৃতি জানানোর মৌলিক অবস্থানেই আছে বাংলাদেশ, যেখানে ১৯৬৭ সালের যুদ্ধ-পূর্ববর্তী সীমানা ঠিক রেখে দুটি রাষ্ট্র তৈরি এবং পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী করার কথা বলা হয়েছে।"