ব্লগার টেম্পলেট থেকে footer credit remove কিভাবে করে।
blogspot blogger theke footer credite kivabe remove kore without redirect
আপনি যদি গুগলের টেমপ্লেট ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন আপনার ব্লগার টেমপ্লেটের একদম শেষে একটা ক্রেডিট থাকে Powered By Blogger
আমরা এর আগেই জেনেছি কিভাবে Powered by Blogger Remove করতে হয়।
Blogger Template থেকে footer credit কিভাবে রিমুভ করে। how to remove blogger footer credit without redirecting.
ব্লগার সাইটে আপনি যদি কাস্টম ব্লগার থিম ব্যবহার করেন তাহলে দেখবেন ফুটার ক্রেডিট রিমুভ করা যায় না।
কাস্টম ব্লগার থিম ফুটার ক্রেডিট রিমুভ করা খুব সহজ নিচের নিয়মটা ফলো করলে কোন রিডাইরেক্ট সমস্যা হবে না।
আরও পড়ুন: Meta Tag কি এবং কিভাবে কাজ করে
আরও পড়ুন: ব্লগে কিভাবে Meta Tag HTML কোড যুক্ত করে
ব্লগার টেম্পলেট থেকে footer credit কিভাবে রিমুভ করে
ব্লগার সাইট সুন্দর ডিজাইন করার জন্য আমাদের ব্লগার ফুটার ক্রেডিট রিমুভ করতে হয়। যদি আপনি প্রিমিয়াম থিম ব্যবহার করেন তাহলে খুব সহজেই তার ফুটার ক্রেডিট রিমুভ করতে পারবেন।
আবার কিছু টাকা খরচ করে যদি একটা থিম কিনেও নেন কিন্তু পরে যদি আবার ব্লগার থিম পরিবর্তন করতে হয় তাহয়লে সম্পূর্ণ টাকাটা জলে যাবে তাই ব্লগরে কেউ সহজে প্রিমিয়াম থিম ব্যবহার করে না।
ফ্রি ব্লগার টেমপ্লেটে সেই থিমের ক্রেডিট দেওয়া থাকে এটা থাকলে কোন সমস্যা হয়না কিন্তু আমরা এই Footer Credit রাখতে চায় না। আবার এটাকে Edite করতে গেলেও আমাদের সাইট সেই থিমে রিডাইরেক্ট হয়ে যায়।
তবে আজকের এই নিয়মে কাজ করলে কখনই আপনার সাইট রিডাইরেক্ট হবে না আর আপনি মনে করলে পুরো ক্রেডিট রিমুভ করতে পারেন কিংবা আপনার ক্রেডিট এখানে দিতে পারেন।
১। প্রথমে আপনার ব্লগার সাইটে গিয়ে লগইন করুন আর Theme থেকে Edit HTML ক্লিক করুণ।
how to remove blogger footer credit step1
২ | এবার নিউ টেপ থেকে আপনার ব্লগার সাইটে যান আর থিমের শেষে যেই নামটা আছে কপি করুন।
blogger footer credit remove step2
৩ । এখন HTML কোডের মধ্যে আপনার কম্পিউটার থেকে ctrl+f ক্লিক করে আপনার থিমের শেষে যেই নামটা কপি করেছেন সেটা সার্চ করুন।
blogger footer credit remove step3
৪। এরপর দুটো স্পেস দিয়ে নিচে থেকে কোডটা ডাউনলোড করে Past করুন এখানে।
blogger footer credit remove step4
৫। এখন কোডটা যেখানে দিয়েছেন তার একটু নিচে এসে দেখুন বেশ কয়েকটা </div> লেখা আছে এর নিচে আর একটা </div> লিখে টেমপ্লেট Save করে দিন।
ব্লগিং বিষয়ে আরও জানতে আমাদের ইউটিউবে যুক্ত থাকুন
কিছুকথা:
আজ আমরা শিখলাম Blogger Template থেকে footer credit কিভাবে রিমুভ করে। how to remove blogger footer credit without redirecting
তবে কারোর কোন কিছু ব্যবহার করলে অবশ্যই তার ক্রেডিট দেওয়া উচিত।
আমাদের লক্ষ্য বাংলা ভাষায় সম্পূর্ণ ব্লগিং বিষয় সকলের সঙ্গে শেয়ার করা এই পোষ্টটা শুধু মাত্র শিক্ষার জন্য করা হয়েছে।
এই পোষ্টটি দেখার পরেও যদি আপনার ফুটার ক্রেডিট রিমুভ না তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।