চলুন জেনে নেই ঘুমের ঔষধের নাম ও ছবি ঘুমের ঔষধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষতিকর দিক ঘুমের ঔষধ কোথায় কিনতে পাওয়া যায় সবকিছু নিচে বিস্তারিত তুলে ধরা হলো ঘুমের ঔষধের নাম ও ছবি ।
মাইলাম ৭.৫ / milam 7.5
মাইলাম হচ্ছে Midazolam নামের একটা ওষুধ যেতে খেলে ঘুম হয়. তবে এই ওষুধ দীর্ঘদিন খেলে আপনি ওষুধের উপর নির্ভর হয়ে যেতে পারেন । বাজারে থাকা অন্য অন্য ঘুমের ঔষধের চেয়ে এই ঘুমের ঔষধটি অধিক তীব্র মাত্রার, ঔষধ ঠিক হওয়ার ছয় থেকে সাত মিনিটের মাথায় আপনার মাথা ধরা ঘোরা শুরু করতে পারে। তবে ঔষধটি ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়।
মাইলাম ৭.৫ / milam 7.5
milam 7.5 price in bangladesh - প্রতিটি মাইলাম 7.5 ঔষধের মূল্য 10 টাকা করে প্রতিবক্সে 40 টি ঔষধ থাকে যার মূল্য 400 টাকা। আপনি আপনার নিকটস্থ যে কোন ফার্মেসিতে ঔষধ কিনতে পারবেন।
রিভোট্রিল ০.৫ মি / Rivotril Tablet
দৈনিক ওষুধ তিনটি সমান বিভক্ত মাত্রায় দেয়া উচিত।
যদি ওষুধ তিনটি সমান মাত্রায় বিভক্ত না হয়, তবে বৃহত্তর মাত্রাটি সর্বশেষে দিতে হবে।
প্রাপ্ত বয়স্ক : প্রাপ্ত বয়স্কদের প্রারম্ভিক মাত্রা দৈনিক ১.৫ মি.গ্রা. এর উর্ধ্বে হওয়া উচিত নয়।
rivotril 0.5 mg price in bangladesh
rivotril 0.5 mg price in bangladesh - প্রতিটি ঔষদের নির্ধারিত মূল্য ৮ টাকা করে, ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
bromazepam / ব্রোমাজেপাম
তীব্র অনিদ্রা ঘুম না হওয়া মানসিক দুশ্চিন্তার রোধ করার জন্য অন্যতম কার্যকরী একটি ঔষধ হলো ব্রোমাজেপাম। প্রতিটি ব্রোমাজেপাম ঔষধ 3 এমজি হয়ে থাকে, ঔষধটি সেবনে দ্রুত ঘুম তন্দ্রাচ্ছন্নতা তৈরি হয়। তবে ঔষধটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শ অনুমতি পেসস্ক্রিপশন ব্যতীত খাওয়া উচিত নয়।
bromazepam / ব্রোমাজেপাম
bromazepam 3 mg price - প্রতিটি ঔষধের কোম্পানি ও সরকারি নির্ধারিত মূল্য 5 টাকা করে
আরো খবর পরুনঃ যে ৬টি হিংস্র প্রাণী কামরালে নিশ্চিত মৃত্যু
ডায়াজেপাম / diazepam 5mg
ঘুমের ঔষধ এর মধ্য অন্যতম একটি ঔষধ হলো এই ঔষধটি অন্য ঔষধ এর মত এটি কাজ করে এটি খেলে মাথা ধরার সহ জিম জিম ভাব ইত্যাদি দেখা দিতে পারে। ডায়াফ্রাম সেবনের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ থাকা জরুরী যে কোন ঘুমের ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
ডোরম্যাক্স / Dormax 7.5 mg Tablet
ডোর ম্যাক্স ট্যাবলেট বাজারজাত করে থাকে এরিস্টোফার্মা লিঃ ঔষধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আমাদের ঘুমের ঔষধ হিসেবে পরিচিত আপনি আপনার নিকটস্থ যে কোন ফার্মেসিতে ঔষধ টি খুব সহজেই পেয়ে যাবেন।
প্রতিটি ঔষধের মূল্য 10 টাকা করে প্রতিটি 30 পিছে প্রতি বক্স থাকে প্রতি বক্সের মূল্য হচ্ছে 300 টাকা করে।
Anquil 15 mg Tablet
ঔষধটি মিডাজোলাম গ্রুপের একটি ঔষধ এটি মার্কেট করে থাকে জেনারেল ফার্মাসিটিক্যাল লিমিটেড। ঔষধটি ঘুমের ঔষধ হিসাবে ব্যবহার করা হয় তবে ঔষধটি অনুমতি ব্যতীত বিক্রিও কেনা থেকে বিরত থাকা উচিত। প্রতিটি ঔষধের কোম্পানীর নির্ধারিত মূল্য 15 টাকা করে।