সর্দির উপসর্গ কি
১, সর্দির হওয়ার প্রথম উপসর্গটি হচ্ছে নাক দিয়ে পানি ঝরা।
২, কোন কিছুর গন্ধ নেয়ার ক্ষেত্রে পরিবর্তন টের পাওয়া।
৩, সর্দি হলে নাক ভারি হয়ে আসে নাক দিয়ে অনবরত পানি ঝরার কারণে এটি হয়ে থাকে।
৪,শরীরে জ্বর জ্বর অনুভূত হওয়া কিংবা জ্বর থাকা
৫,শরীর ঠান্ডা হয়ে যাওয়া কিংবা ঠাণ্ডা ঠাণ্ডা অনুভূতি অনুভব করা।
৬,হালকা থেকে মাঝারি ধরনের মাথা ব্যাথা অনুভব করা
১০ টি সর্দির ট্যাবলেট এর নাম
আমার মত হয়তো অনেকেই রয়েছেন যারা হিস্টাসিন ঔষধটি সর্দির ঔষধ হিসাবে অনেকবারই খেয়েছেন আমি ছোটবেলা থেকে যখনই একটু ঠান্ডা হয়তো বা নাক দিয়ে পানি ঝরতে তখন কিনে খেয়ে নিতাম। আমার ছোটবেলায় হিস্টাসিন ঔষধের মূল্য ছিল খুবই কম প্রতি পাতায় হিস্টাসিন ওষুধের মূল্য ছিল মাত্র 2 টাকা করে। যদিও বর্তমানে প্রতীক পাতা হিস্টাসিন 5 টাকা করে নেয়া হয়ে থাকে।