আফ্রিকার দেশ ঘানার রাজধানীর ঘানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বর্ণবাদী অভিযোগে গান্ধির একটি ভাস্কর্য অপসারণ করে। মূর্তিটি ২০১৬ সালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি উন্মোচন করেছিলেন।গত ডিসেম্বরে আফ্রিকার দেশ ঘানার রাজধানীর ঘানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বর্ণবাদী অভিযোগে গান্ধির একটি ভাস্কর্য অপসারণ করে। মূর্তিটি ২০১৬ সালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি উন্মোচন করেছিলেন।
কিছুদিন আগে আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রায় ইউনিভার্সিটি অব ঘানা থেকে গান্ধীজির মূর্তিটি সরিয়ে ফেলতে হলো! ২০১৬ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মূর্তিটি উন্মোচন করার পরপরই সেটি সরানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। তাঁরা তাঁদের দাবির পক্ষে একটি পিটিশনে গান্ধীকে ‘বর্ণবাদী’ হিসেবে উল্লেখ করে বলেন, দক্ষিণ আফ্রিকায় থাকার সময় তিনি ভারতীয়দের আফ্রিকার কৃষ্ণাঙ্গদের চেয়ে উন্নততর জাতি হিসেবে বিবেচনা করতেন এবং তাঁর বিভিন্ন লেখায় আফ্রিকার কৃষ্ণাঙ্গদের ‘বর্বর’, ‘অসভ্য’, ‘কাফ্রি’ বলে উল্লেখ করেছেন। গান্ধীর বিরুদ্ধে ভারতে বর্ণপ্রথা টিকিয়ে রাখা সমর্থন করার অভিযোগও করা হয় এই আবেদনে।