রাখাইনদের আবাসগৃহ ৩ প্রকার: ওয়াএঁই (বাঁশের), পিয়াই থাঁও (কাঠের) এবং চিয়াও-গো (পাথরের তৈরি গুহা)। চিয়াও- গো’র এখন ব্যবহার নেই। নিচ তলা খালি রেখে দ্বিতল বিশিষ্ট (মাচাং)। ঘরের অংশের বিভিন্ন নাম রয়েছে। তারমধ্যে প্রথেখেং (অতিথিদের কক্ষ), ২য় প্রথেখেং (কর্তার কক্ষ), ঞং ব্রাং (বারান্দা), ৩য় প্রথেখেং (পুত্রদের কক্ষ), ৪র্থ প্রথেখেং (যুবতী কন্যাদের কক্ষ)। এটি শেষের কক্ষ। এই কক্ষে দুইটি ৬´´-৮´´ ছিদ্র (মুখ) থাকে। যাতে যুবতীরা রাত্রিকালে প্রেমিকের সাথে সংগোপনে কথা বলতে পারে।