ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা. যশোর বিমান বন্দরের সাহায্যে দেশের অভ্যন্তরে যাতায়াত করা হয়। ফুলের রাজধানী যশোর অবস্থিত। যশোর শহর ভৈরব নদের তীরে অবস্থিত।
মুক্তিযুদ্ধে অনন্য ইতিহাস সৃষ্টিকারী জেলার নাম যশোর। মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ এবং মুক্তিকামী মানুষের প্রতিরোধে যশোর প্রথম শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সম্মিলিত আক্রমণে টিকতে না পেরে যশোর সেনানিবাস থেকে খুলনায় পালিয়ে যায় পাকসেনারা।