সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন এবং একাধিক পদ কে এক পদী করণ । এক কথায় বলা যায় যে ,অর্থ হয় এমন কতো গুলা শব্দ একএে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠন এর প্রক্রিয়া কে সমাস বলে ।
সমাস সাধারণত ছয় প্রকার । যথা :-
দ্বন্ধ সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস দ্বন্ধসমাস