ভারতের প্রথম অধিনায়ক ছিলেন সি কে নায়ুদু, যিনি ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন: ১৯৩৩ সালে ইংল্যান্ডে এবং ১৯৩৩-৩৪ সালে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ। ভারতের চতুর্থ অধিনায়ক লালা অমরনাথ ভারতের স্বাধীনতার পরে প্রথম টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৫২-৫৩ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে উভয়ই প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়ের পক্ষে তিনি অধিনায়ক ছিলেন। ১৯৫২ সাল থেকে ১৯–১-–২ অবধি ভারতে বেশ কয়েকজন অধিনায়ক যেমন বিজয় হাজারে, পলি উমরিগর এবং নারী ঠিকাদার ছিলেন।