ওয়েবসাইট-এ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী কোন কন্টেন্ট থাকলে সেই ওয়েবসাইটের লিংক ব্লক করে দেয় ফেসবুক। তখন সেই সাইটের লিংক ফেসবুকের কোথাও পোস্ট করা যায় না, এমনকি ম্যসাজেও পাঠানো যায় না। তবে, মাঝে মাঝে ওয়েবসাইটে কোন সমস্যা না থাকলেও ফেসবুকের অটোমেটিক সিস্টেমে ভুল বসত অথবা কারও রিপোর্ট এর কারনে ওাইটের লিংক ব্লক করে দেয়। চলুন দেখি এই সমস্যার সমাধান কি।
সাইটের কন্টেন্ট ঠিক থাকা সত্ত্বেও যদি কোন কারনে ফেসবুকে সাইটের লিংক ব্লক করে থাকে তাহলে তা রিপোর্ট করার মাধ্যমে ঠিক করা যায়। রিপোর্ট করলে ফেসবুক সেটিকে ম্যানুয়ালি রিভিউ করে এবং সিদ্ধান্ত নেয়। চলুন দেখি কিভাবে রিপোর্ট করে হয়।
Full tutorial : *****://engineerbd.net/how-to-unblock-if-web-site-link-is-blocked-on-facebook/