বাংলা ভাষায় অর্থ/মুদ্রাকে টাকা বলা হয়।সেজন্য আমরা(ভারতীয় বাঙালিরা) টাকা বলি।ভারতীয় মুদ্রার নাম হচ্ছে রুপি।কিন্তু এটা হিন্দি শব্দ।তামিল বা অন্যনা দক্ষিণ ভারতীয়রা হয়তো নিজ নিজ ভাষার শব্দ ব্যবহার করেন।
১৪ শতাব্দীতে ইবনে বতুতা লক্ষ্য করেছিলেন যে বাংলা সালতানাতের লোকজন, সোনা এবং রূপার ধাতব মুদ্রাকে দিনার না বলে “টাকা” বলতো। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে 'টাকা' শব্দটি ব্যবহার করে থাকে।