যে পরিবারের কর্তার সঙ্গে তার মা-বাবা এবং এক বা একাধিক ভাই-বোন ও তাদের সন্তান-সন্ততি বা দাদা-দাদি, চাচা-ফুফু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে।
সম্প্রতি বাংলাদেশে আর্থিক ও পেশাগত পরিবর্তনের কারণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিয়েছে।
একক পরিবার বলতে কী বোঝায়?
উত্তর : একজন পুরুষ ও একজন নারীর একক বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে একক পরিবার বলে। অর্থাৎ স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। আধুনিক সমাজব্যবস্থায় পৃথিবীর সর্বত্র এ ধরনের পরিবারের সংখ্যা সর্বাধিক। বাংলাদেশের শহরাঞ্চলে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি দেখা যায়।
কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিবারের সামাজিক দায়িত্ব পালন করছে?
উত্তর : শিশুর সামাজিকীকরণে পরিবারের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অনেক দায়িত্ব পালন করে। যেমন—শিক্ষার ক্ষেত্রে পরিবারের পাশাপাশি সাধারণ বিদ্যালয়, টেকনিক্যাল বিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠানে শিশুর শিক্ষা দেওয়া হচ্ছে। পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা প্রভৃতি প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি কাজ এখন পারিবারিক পর্যায় ছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পন্ন হচ্ছে।