ভিউ মিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয়না কারণ সমতল দর্পণে বস্তুর প্রকৃত দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখা যায়। ফলে গাড়ি চালক বিস্তৃত এলাকাজুড়ে দেখতে পারেননা।
কিন্তু উত্তল দর্পণে বস্তুর খর্বিত প্রতিবিম্ব লক্ষ্য করা যায়। তাই ভিউ মিরর হিসেবে সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হলে গাড়ি চালক বিস্তৃত এলাকাজুড়ে দেখতে পারবেন।