খনিজ দ্রব্য হচ্ছে একটি যৌগিক পদার্থ যারা সৃষ্টি হয়েছে ভূত্বকে প্রাপ্ত ৯০টি স্বাভাবিক মৌলিক উপাদানের দু্ই বা ততোধিকের রাসায়নিক সংযোগের ফলে। তবে এমন খনিজ দ্রব্যও আছে যা একটি মাত্র মৌলিক পদার্থ দিয়ে তৈরি। যেমন, হীরা, সোনা, সালফার, তামা প্রভৃতি। প্রকৃতিতে হীরা ও সোনা কেবল মাত্র মৌলিক অবস্থাতেই পাওয়া যায়।