প্লাস্টিড তিন ধরণের যথা-ক্লোরোপ্লাস্ট,ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট।
ক.ক্লোরোপ্লাস্ট: সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে।পাতা,কচি কান্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়।
প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রুপান্তরিত করে।এ আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি,বায়ু থেকে গৃহীত কার্বন ডাই-অক্সাইড ও কোষদ্ধ পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে।এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায়।এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক ও থাকে।
খ.ক্রোমোপ্লাস্ট: এরা রংগিন প্লাস্টিড তবে এরা সবুজ নয়।এসব প্লাস্টিড জ্যান্থফিল,ক্যারোটিন,ফাইকোএরিথ্রিন,ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা ধারণ করে,তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল অথবা লাল দেখায়।এদের মিশ্রণজনিত কারণে ফুল,পাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে।রঙিন ফুল,পাতা ও গাজরের মূলে এদের পাওয়া যায়।ফুলকে আকর্ষণীয় করে পরগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ।এরা বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে।
গ.লিউকোপ্লাস্ট:যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করেনা তাদের লিউকোপ্লাস্ট বলে।যেসব কোষে সূর্যের আলো পৌঁছায়না সেখানে এদের পাওয়া যায়,যেমন-মূল,ভ্রুন,জননকোষ ইত্যাদি। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলো সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে।