অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য এমন ঘটনা যার দ্বারা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি,দায় ও সত্ত্বাধিকারের কোনরূপ পরিবর্তন ঘটে,তাকে লেনদেন বল।
লেনদেন ৫ ভাগে ভাগ করা হয় যেমন ১. উদ্দেশ্য ভিত্তিক ২. প্রতিষ্ঠান ভিত্তিক ৩. অর্থ আদান-প্রদান ভিত্তিক ৪. দৃশ্য ও অদৃশ্যমান ভিত্তিক ৫. উপযোগিতার ভিত্তিতে ।