পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড হলে পেটে এসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা হয় এবং প্রচন্ড ব্যাথা অনুভুত হয়। এ সমস্যা দূর করতে আমরা এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করি। কারণ এন্টাসিডে থাকে AI(OH)3 ও MG(OH)2। এ দুটি যৌগ HCI এসিডের সাথে বিক্রিয়া প্রশমিত হয় এবং লবণ ও পানি উৎপন্ন করে ফলে গ্যাস্ট্রিক সমস্যা দূর হয়।
বিঃদ্রঃ 2 এবং 3 নিচে হবে কিন্তু মোবাইলে সিস্টেম নেই তাই লিখতে পারলাম না।