১৯৭০ সালের ১২ই
নভেম্বর সবোর্চ্চ ২২৪
কিলোমিটার বেগে
আঘাত হানা এই প্রবল
ঘূর্ণিঝড়ের সময়
উপকূলীয় এলাকায়
১০-৩৩ ফুট উচ্চতার
জলোচ্ছ্বাস হয়েছিল।
ভোলা সাইক্লোনে কত
মানুষ মারা গিয়েছিল,
তার সুনির্দিষ্ট কোন
পরিসংখ্যান নেই।
ধারণা করা হয়, তিন
থেকে পাঁচ লাখ মানুষের
মৃত্যু হয়েছিল তখন।