আদমশুমারির প্রাথমিক ফলাফলে অনুযায়ী, দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। আর জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৪ শতাংশ।
তথ্য আরও জানা যায়, পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে সাত কোটি ১২ লাখ ৫৫ হাজার ও সাত কোটি ১০ লাখ ৬৪ হাজার। এ হিসাবে প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা ১০০ দশমিক ৩।
আর প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৯৬৪ জন লোক। দেশে খানার সংখ্যা তিন কোটি ২০ লাখ ৬৭ হাজার ৭০০টি। খানার গড় আকার ৪ দশমিক ৪।
এদিকে, স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা হয়েছিল ১৯৭৪ সালে। এরপর হয় ১৯৮১, ১৯৯১ ও ২০০১ সালে। ২০১১ সালের আদমশুমারি বাংলাদেশে পঞ্চম। মূলত প্রতি ১০ বছর পরপর দেশে আদমশুমারি করা হয়।