ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ মধ্যমা।
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে ঐ ত্রিভুজের মধ্যমা বলে । একটি ত্রিভুজের মধ্যমা তিনটি এবং মধ্যমাগুলো একবিন্দুগামী ।
ত্রিভুজের মধ্যমা নির্ণয়ের সূত্র, ত্রিভুজের মধ্যমা=বাহু*√3/2 (রুট ওভার 3/2)।