বিগ ব্যাং বা বিশাল বিস্ফোরণ। এই বিশাল
বিস্ফোরণের ফলে আমাদের এই পৃথিবী ও অন্যান্য গ্রহ-
নক্ষত্র ইত্যাদির সৃষ্টি। প্রায় দেড় হাজার কোটি বছর
(বা এক হাজার ৩৭০ কোটি বছর) আগে মহাকাশে দু ’ টি
বিশাল নক্ষত্রের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই দুটি নক্ষত্র
বা বিশাল বস ' ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। ওই ভাঙা
অংশগুলোই কোটি কোটি বছরের বিবর্তনে পৃথিবী , গ্রহ ,
উপগ্রহ, উল্কা , নক্ষত্র ইত্যাদিতে পরিণত হয়।