উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বা খনিজ পুষ্টি বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপাদান বলে। এই উপাদান মোট দশটি। যথা- নাইট্রোজেন(N), পটাশিয়াম(K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), সালফার (S) ও লৌহ (Fe).।