বাজারে ইঁদুর মারার নানান রকমের ওষুধ পাওয়া যায় কিন্তু অনেক সময় তা দিয়ে ইঁদুর দূর করা যায় না। তাই হোম প্রতিকার সঙ্গে ইঁদুর থেকে পরিত্রাণ পেতে কিছু সহজ উপায় জেনে নিন।
১. মেন্থলের তেল (পিপারমিন্ট অয়েল) :
ইঁদুর দূর করতে মেন্থল খুব কার্যকরী। আপনি যদি প্রাকৃতিক প্রতিকারের সাথে স্বাভাবিকভাবেই ইঁদুরকে হত্যা করতে চান তবে আপনাকে পেপারমিন্ট তেলের মধ্যে তুলোর বল ডুবিয়ে তাদের গর্তের কাছে রেখে দিন। এছাড়া এমনিতেই ঘরে ছড়িয়ে রাখলে ইঁদুরের উপদ্রব থেকে সহজেই মুক্তি পাবেন। পিপারমিন্ট অয়েলের পরিবর্তে পুদিনা পাতা ছেঁচে অলিভ অয়েলে দিয়ে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন। পুদিনার গন্ধে ইঁদুরের ফুসফুস সঙ্কুচিত হয় এবং মারা যায়।
২. মানুষের চুল :
ইঁদুর মানুষের চুলের সামনে দাড়াতে পারে না। যে ইঁদুরের সাধারণত চুল কাটা ঝোঁক তারা মারা যায়।
৩. গোবর:
শুষ্ক গরুর গোবর ইঁদুরের গর্তের কাছাকাছি ছড়িয়ে রাখুন। কারণ যখন ইঁদুর গোবর খেয়ে থাকে তখন তাদের ক্ষুদ্র পেট ফুলে উঠে এবং মারা যায়।
৪. তেজপাতা :
ইঁদুর মনে করে তেজপাতা তাদের খাবার। তাই তারা তেজপাতা খেয়ে থাকে, কিন্তু তেজপাতা খাওয়ার ফলে ইঁদুর মারা যায়। ইঁদুর আসা যাওয়ার স্থানে এবং গর্তের কাছে কিছু পরিমাণ তেজপাতা রেখে দিন।
৫. ন্যাপথলিন :
আমরা সাধারণত কাপড়-চোপর পোকার হাত থেকে রক্ষার জন্য ন্যাপথলিন ব্যবহার করে থাকি। এই ন্যাপথলিন ইঁদুর দূর করতেও বেশ কার্যকর। তাই আসা যাওয়ার রাস্তাই কয়েকটি ছড়িয়ে রাখুন।
৬. পেঁয়াজের রস :
পেঁয়াজ আমাদের সবার রান্না ঘরে থাকে আর এই পেঁয়াজ দিয়েই আপনি ইঁদুর দূর করতে পাড়েন। ইঁদুর খুব সহজেই পেঁয়াজে কামড় দিয়ে বসে। আর এই কামড়ই তাদের সর্বনাশ দেখে আনে। তাই ইঁদুর আছে এমন স্থানে পেঁয়াজ রেখে দিন। কিছুদিনের মধ্যেই ইঁদুর দূর হয়ে যাবে।
৭. গোল মরিচ :
গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাসকষ্ট শুরু হয়। একটা সময় শ্বাস বন্ধে হয়ে মারা যায়। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশী সেই সব স্থানে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে রাখুন।