আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কেননা, বিদ্যুৎ পরিবহনের জন্য আয়নসমূহের যে চলাচল দরকার তা কঠিন অবস্থায় সম্ভব হয় না। কিন্তু গলিত এবং দ্রবীভূত অবস্থায় আয়নগুলো চলাচল করে, ফলে বিদ্যুৎ পরিবহন সম্ভব হয়। অধিকাংশ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়।