রম্বসের পরিসীমার সূত্র
মনে করি, ABCD একটি রম্বস এবং AB = BC = CD = AD = a.
আমরা জানি, রম্বসের বাহুগুলো পরস্পর সমান।
সুতরাং, রম্বসের পরিসীমা P হলে,
P = (AB + BC + CD + AD) একক
বা, P = (a + a + a + a) একক
∴ P = 4a একক
রম্বসের বাহু চিহ্নিত চিত্র
রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য চিত্র
ABCD রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য a হলে, পরিসীমা
P = 4a একক