বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। ২০১৮ সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে, এটি মোট শ্রমশক্তির ৪০.৬ ভাগ
২০১৯-২০ অর্থবছরে সার ও কৃষি যান্ত্রিকীকরণের জন্য নয় হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। দেশের মোট জনশক্তির প্রায় ৪১ শতাংশ কৃষিতে নিয়োজিত। আবাদযোগ্য জমির পরিমাণ প্রতিবছর প্রায় পৌনে ১ শতাংশ হারে কমছে। তা সত্ত্বেও গত এক দশকে কৃষি খাতে গড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। এখন দেশের মোট জিডিপিতে কৃষি খাতের অবদান প্রায় ১৪ শতাংশ। আইএমএফের হিসাবে অবশ্য ১৩ দশমিক ০৭ শতাংশ, এই হিসাবে আমাদের কৃষি খাতের মোট জিডিপির পরিমাণ হয় ৪১ মিলিয়ন মার্কিন ডলার। এশিয়ার দেশগুলোর মধ্যে আবাদি কৃষিজমির পরিমাণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান প্রথম। এখনো মোট ভূমির প্রায় ৬০ শতাংশ কৃষি এবং পল্লির উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় অবস্থানে আছে ভারত (প্রায় ৫৩ শতাংশ), পাকিস্তানের অবস্থান তৃতীয় (প্রায় ৪০ শতাংশ) এবং পরের অবস্থান থাইল্যান্ডের (প্রায় ৩৩ শতাংশ)।