এক চলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
যে সমীকরণের চলক একটি এবং চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে এক চলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়।
যেমন, x^2 + 5x + 6 = 0
ax^2 + bx + c = 0 হলো আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ যেখানে, a, b, c ধ্রুবক এবং a \neq 0
এখানে চলক x এবং চলকের সর্বোচ্চ ঘাত 2.