র্যাম ও রমের মধ্যে পার্থক্য
র্যাম (RAM)
RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory।
র্যামে অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ এবং র্যাম থেকে ডেটা পঠন সম্ভব।
র্যাম উদ্বায়ী (Volatile) মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ চলাচল বন্ধ হলে র্যামে রাখা ডেটা মুছে যায়।
চলমান প্রোগ্রাম এবং পুনঃপুনঃ পরিবর্তনশীল ডেটা র্যামে সংরক্ষণ করা হয়।
অ্যাকসেস সময় তুলনামূলকভাবে কম।
তৈরি করার সময় এতে কোন ডেটা থাকে না।
তুলনামূলকভাবে দাম কম।
তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়।
স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম ইত্যাদি র্যামের প্রকারভেদ।
রম (ROM)
ROM এর পূর্ণরূপ হচ্ছে Read Only Memory।
সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে যেকোন সময় সংরক্ষিত ডেটা পঠন সম্ভব।
রম উদ্বায়ী (Volatile) মেমোরি নয়, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডেটা মুছে যায় না।
সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়।
অ্যাকসেস সময় তুলনামূলকভাবে বেশি।
তৈরি করার সময় এতে প্রয়োজনীয় কিছু ডেটা দেয়া থাকে।
তুলনামূলকভাবে দাম বেশি।
তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয় না।
PROM, EPROM, EEPROM ইত্যাদি রমের শ্রেণীবিভাগ।