যে চতুর্ভুজ এর চারটি বাহু পরস্পর সমান সমান তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গ। আরেকটু ভিন্ন ভাবে বললে বলা যায় আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাই হলো বর্গ। সুতরাং বর্গের চারটি বাহু থাকবে এবং বর্গের প্রত্যেকটা কোন সমান হবে।
বর্গের বৈশিষ্ট্য : (১) বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। (২) বর্গের কোনগুলো সমকোন। (৩) বর্গের দুটি সন্নিহিত বাহু সমান। (৪) বর্গের সবগুলো কোন সমান। (৫) বর্গের সব বাহুগুলো সমান।