বৈদ্যুতিক সিস্টেমের যে ফল্টের কারনে তিনটি ফেজের প্রত্যেকটা ফেজের মাঝেই সমপরিমান ফল্টকারেন্ট প্রবাহিত হয়ে থাকে তাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট।এখানে প্রত্যেকটা ফেজের ফল্ট কারেন্টের মাঝের কৌণিক দূরত্ব সমান হয়ে থাকে।সিমেট্রিক্যাল ফল্টে প্রত্যেকটা ফেজের মাঝে ফল্ট কারেন্টের কৌণিক দূরত্ব হয় ১২০ডিগ্রি।