SSD হল হার্ডডিস্কেরই সবচেয়ে উন্নত সংস্করন । সাধারন হার্ডডিস্কের ভিতর ডিস্ক থাকে এবং সেখানে তথ্য সংরক্ষন হয় কিন্তু SSD এর ভিতরে কোন ডিস্ক থাকে না । এইটার ভিতরে চিপ থাকে আর সেই চিপ এর মধ্যে তথ্য সংরক্ষিত হয় । ঠিক যেমন মেমোরি কার্ড / পেনড্রাইভ এর ভিতরে তথ্য রাখা হয় । হা SSD আসলে NAND ভিত্তিক Flash মেমোরি ডিভাইস এবং এইটার তথ্য আদানপ্রদানের গতি সাধারন হার্ড ডিস্কের তুলনায় প্রায় ৫ গুন ।