টাইমার মূলত অন/অফ প্রক্রিয়ায় কাজ করে।টাইমারের দুইটি কমন প্রান্ত থাকে এবং প্রতিটা কমন প্রান্তে নরমালিক্লোজ (অন) ও নরমালিওপেন (অফ) অপশন থাকে।যখন টাইমারকে টাইম দ্বারা সেট করা হয়, টাইমার ঐ টাইম শেষে সে ট্রিপ করে এবং কমন এর নরমালিক্লোজ (অন) কে ওপেন (অফ) করে দেয় এবং নরমালিওপেন (অফ) কেক্লোজ (অন) করে দেয়।