ইউনিকোড হচ্ছে ১৬ বিটের কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এ কোডের মাধ্যমে সর্বোচ্চ ২১৬ টি বা ৬৫৫৩৬ টি অদ্বিতীয় বর্ণ বা চিহ্ন নির্দিষ্ট করা যায়। ইউনিকোডের প্রথম ২৫৬ টি কোড হলো আসকি ২৫৬ টি কোডের অনুরূপ।
ইউনিকোড দিয়ে বিশ্বের সব ভাষাকে কম্পিউটারে কোড করা যায়। যেমন: A-0985, K-0995 ইউনিকোড ২ বাইট বা ১৬ বিটের কোড যা দ্বারা সর্বোচ্চ ২১৬ টি বা ৬৫৫৩৬ টি অদ্বিতীয় বর্ণ বা চিহ্ন নির্দিষ্ট করা যায়।
ইউনিকোড আসকি কোডের কম্পাটিবল । কম্পিউটারের সাহায্যে কোন তথ্যকে লিখিত আকারে প্রকাশের জন্য ব্যবহূত এনকোডিং পদ্ধতির মধ্যে ইউনিকোডকে আদর্শ হিসেবে ধরা হয়। ইউনিকোড হচ্ছে ১৬ বিটের কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এ কোডের মাধ্যমে সর্বোচ্চ ২১৬ টি বা ৬৫৫৩৬ টি অদ্বিতীয় বর্ণ বা চিহ্ন নির্দিষ্ট করা যায়। ইউনিকোডের প্রথম ২৫৬ টি কোড হলো আসকি ২৫৬ টি কোডের অনুরূপ।