হকি রুল বুকের ১৩.২(f) ধারা অনুযায়ী সার্কেলের ৫ মিটারের মধ্যে আক্রমণকারী দল ফ্রি হিট পেলে রক্ষণকারী দলের কোনো খেলোয়াড় বল ৫ মিটার পথ অতিক্রম না করা পর্যন্ত কোনো ট্যাকেল করতে পারবে না।
হকির নিয়মে সংশোধনীঃ জানুয়ারি ১ হতে কার্যকর
আক্রমণকারী খেলোয়াড় ফ্রি হিট পাবার সাথে সাথে খেলা শুরু করে দিলেও রক্ষণকারী খেলোয়াড় তাকে ট্যাকেল বা বল ছুঁতে পারবে না।
এসব সবারই জানা আছে। যে নিয়মটি পরিবর্ধন করা হয়েছে সেটি হল ফ্রি হিট পাবার পর রক্ষণকারী খেলোয়াড়ের যদি সময় থাকে ৫ মিটার পেছানোর তাহলে রক্ষণকারী খেলোয়াড়কে ৫ মিটার অবশ্যই পেছাতে হবে।
এই নিয়মটি আগের নিয়ম থেকে অত বড় কোনো নিয়ম না তবুও রক্ষণকারী খেলোয়াড়ের পেছানো ব্যাপারটি সুনির্দিষ্ট করে দিয়েছে আরকি।
এছাড়াও হকির নিয়মে আরও কিছু পরিবর্তন এসেছে যা আন্তর্জাতিক হকি ফেডারেশনের ওয়েবসাইটে পুরোপুরি দেওয়া হয়নি।