এই পোষ্ট লেখার একমাত্র কারন হল যারা বড় ফাইল UC Browser দিয়ে নেট থেকে ডাউনলোড করার সময় error নামক সমস্যায় ভোগেন তাদেরকে উদ্দেশ্য করে লেখা ।
#ট্রিক্স_১॥
UC browser এর একটা গুন আছে যা হল এটাতে ডাউনলোড রিজিউম করা যাই এবং এতে রিজিউমেবল স্টোরেজ সার্ভার আছে যা আপনাকে ইরর নামক ভোগান্তির হাত থেকে রক্ষা করতে পারে ।
প্রথমে যেই ফাইল ডাউনলোড করবেন সেই লিংকে যান তারপর ডাউনলোড বাটন ক্লিক করুন ।
দেখবেন দুইটা অপশন এসেছে
1.Download , 2.Cloud Download (মাঝে মাঝে তিনটি ও আসে আরেক টা হল 3.Preview যা কোন কোন ক্ষেত্রে আসে )
আমরা এখান থেকে ক্লাউড ডাউনলোড সিলেক্ট করব ।
তারপর UC Browser এ একটা একাউন্ট খুলতে হবে ।আপনি ফেসবুক আইডি বা gmail আইডি ব্যাবহার করতে পারেন এর জন্য ।
এরপর ফেসবুক বা Gmail আইডি দিয়ে লগিন দিলে পরের পেজটি পাবেন। ডাইরেক্ট হয়ে পরের পেজ এ গেলে এবার আপনাকে নির্ধারন করতে হবে আপনিকি ফাইল ৭ দিন মানে temporary save করতে চান না সবসময়ের জন্য । সবসময়ের জন্য হলে Permanent ( যা আপনি যখনই UC এর এই স্টোরেজ সার্ভারে যাবেন তখনই পাবেন ) আর ৭ দিনের জন্য হলে Temporary Select ( যা আপনি যখনই UC এর এই স্টোরেজ সার্ভারে দিবেন তার ঠিক ৭দিন পর্যন্ত থাকে )করুন।
এবার দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে ফাইল Upload হচ্ছে সার্ভারে ভয় নেই আপনার মেগা কাটবেনা কিছুক্ষনের মধ্যে Upload শেষ হয়ে আপনাকে ডাউনলোড অপসন দেখাবে (এই সময় নির্ভরকরে যে ফাইল UDisk এ নিবেন তার সাইজ এর উপরআর কি এবার UC Cloud মানে UDISK থেকে আনলিমিটেড রিজুমসাপোর্ট ফাইল ডাউনলোড করুন )।
পুরো পদ্ধতি অনেক বড় দেখালেও ৩ মিনিটের বেশি সময় লাগেই না ।
#ট্রিক্স_২॥
কিছু কিছু ইউসি ব্রাউজার এ অনেক সময় streaming হওয়া Movie, Video এর ডাউনলোড হয় না এর জন্য প্রক্সি সার্ভার ব্যবহার করেন বা ঐ Movie, Video এর ডাইরেক্ট ডাউনলোড লিংকটা কপি করে নিয়ে UC BROWSER এর speed Dial এ থাকা UDISK এ ক্লিক করে দেখুন Cloud Download বলে অপশন আছে সেটাই ক্লিক করলে new বাটনে আপনি চাপলে একটা বক্স আসে যেটাতে আপনি আপনার লিংক দিয়ে upload করে স্টোরেজে জমা রেখে ডাউনলোড দিতে পারেন ।