মাথা ঘোরার কারণ অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ; মাথার পেছন দিকেও ঘাড়ের রক্তনালিতে বা ধাবা রক্ত সরবরাহে ত্রুটি; মস্তিষ্কের নিচের দিকে টিউমার, পানি জমাট রোগ; ভাইরাস জনিত রোগ; আঘাত জনিত ইত্যাদি কারণেও মাথা ঘুরতে পারে।এ সমস্যার পাশাপাশি কানের ভেতর শোঁ শোঁ বা দপ দপ শব্দ হতে পারে।