জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক বা চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। জন্ডিস হলে চোখ হলুদ হয়। তবে হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি ক্ষুদামন্দা, অরুচি, বমি ভাব, জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা, মৃদু বা তীব্র পেট ব্যথা ইত্যাদি হতে পারে।
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে করনীয়
প্রতিদিন কমপক্ষে আট গ্লাস তরল পান করুন।
আপনার রুটিনে দুধের থিসল যুক্ত করার বিষয়টি বিবেচনা করুন। ...
হজম এনজাইম সমৃদ্ধ পেঁপে এবং আমের মতো ফল বেছে নিন।
প্রতিদিন কমপক্ষে 2 কাপ ফল খান।
ওটমিল, বেরি এবং বাদামের মতো উচ্চ ফাইবারযুক্ত খাবারের সন্ধান করুন।