You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
354 views
closed with the note: no need any answer
in ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস by Earnings : 0.35 Usd (305 points)

1 Answer

0 like 0 dislike
আরবিতে আলিফ লাম মিম অর্থঃ পবিত্র কোরআনে সূরা বাকারার শুরুতে
আলিফ, লাম, মীম হরফ রয়েছে ৷ এগুলো নিয়ে
নাস্তিকদের প্রশ্নের শেষ নেই ৷
Mufassil Islam বলে রাসূল ( সাঃ) নাকি এ
সবের অর্থ জানত না! এগুলো নাকি কোরআন
কে মিথ্যা প্রমাণিত করে! আর নাস্তিকরা
গুরুর কথা শুনে বানরের মত লাফায়!
প্রকৃতপক্ষে পবিত্র কোরআনের ২৯ টি সূরার
শুরুতে এ ধরণের অক্ষর রয়েছে। কখনো
দেখবেন ‘সদ’ কখনো ‘হা মীম’। কখনো চারটা
কখনো পাঁচটা অক্ষর রয়েছে। আর এ
অক্ষরগুলোর ব্যাখ্যা নিয়ে অনেক বই লেখা
হয়েছে। কেউ বলেন, এ অক্ষরগুলো আল্লাহ
তায়ালার সংক্ষিপ্ত রূপ। কেউ বলেন, এটা
আল্লাহ তায়ালার স্বাক্ষর। কেউ বলেন, এটা
আল্লাহর নাম ৷ তবে সবচেয়ে খাঁটি ও বিশুদ্ধ
ব্যাখা হচ্ছে এগুলো দ্বারা মানুষকে
চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করা
হয়েছে, এ অক্ষরগুলো দ্বারা হুবহু আরেকটি
গ্রন্থ বানিয়ে দেখাও। পবিত্র কোরআনের
অনেক জায়গায় আল্লাহ তায়ালা মানুষকে এ
চ্যালেঞ্জ করেছেন। কোরআনে উল্লেখ
রয়েছে, মানুষ ও জ্বীন একত্রে সমবেত হয়েও
কোরআনের মত আরেকটি বই রচনা করতে
পারবে না। যেমন সূরা তুরের ৩৩ ও ৩৪ নাম্বার
আয়াতে বলা হয়েছে
33] ﺃَﻡ ﻳَﻘﻮﻟﻮﻥَ ﺗَﻘَﻮَّﻟَﻪُ ۚ ﺑَﻞ ﻻ ﻳُﺆﻣِﻨﻮﻥَ
‏[33 ] না তারা বলেঃ এই কোরআন সে নিজে
রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী।
[34] ﻓَﻠﻴَﺄﺗﻮﺍ ﺑِﺤَﺪﻳﺚٍ ﻣِﺜﻠِﻪِ ﺇِﻥ ﻛﺎﻧﻮﺍ ﺻٰﺪِﻗﻴﻦَ
‏[ 34 ] যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবেএর
অনুরূপ কোন রচনা উপস্থিত করুক।
(সূরা আত্ব তূর)
মূলত কোরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা
করতে কেউই পারবে না’।
যেহেতু কোরআন নাযিল হয়েছে আরবি
ভাষায় ও স্থানীয়দের ভাষাও ছিল আরবি;
তাই সে অক্ষরগুলোও আরবি ভাষায় বলা
হয়েছে। আল্লাহ তায়ালা পরোক্ষভাবে এ
শব্দগুলো দ্বারা বলছেন, আরবি তো
তোমাদেরই ভাষা। তোমরা তো আরবি
অক্ষরগুলো নিয়ে খুবই গর্ব করো। এ
অক্ষরগুলো দিয়ে কোরআনের মতো একটি সূরা
বানিয়ে দেখাও।
এ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেক
অমুসলিমই চেষ্টা করেছে। কেউ পারেনি,
ভবিষ্যতেও কেউ পারবে না।
তবে এই হরফ গুলো নিয়ে অমুসলিম এবং
নাস্তিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করবে তা
আল্লাহ তায়ালা ভালই জানেন ৷ তাই এর
উত্তর ও অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন
ﻫُﻮَ ﺍﻟَّﺬِﻱَ ﺃَﻧﺰَﻝَ ﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﻜِﺘَﺎﺏَ ﻣِﻨْﻪُ ﺁﻳَﺎﺕٌ ﻣُّﺤْﻜَﻤَﺎﺕٌ ﻫُﻦَّ ﺃُﻡُّ
ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﺃُﺧَﺮُ ﻣُﺘَﺸَﺎﺑِﻬَﺎﺕٌ ﻓَﺄَﻣَّﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻓﻲ ﻗُﻠُﻮﺑِﻬِﻢْ ﺯَﻳْﻎٌ
ﻓَﻴَﺘَّﺒِﻌُﻮﻥَ ﻣَﺎ ﺗَﺸَﺎﺑَﻪَ ﻣِﻨْﻪُ ﺍﺑْﺘِﻐَﺎﺀ ﺍﻟْﻔِﺘْﻨَﺔِ ﻭَﺍﺑْﺘِﻐَﺎﺀ ﺗَﺄْﻭِﻳﻠِﻪِ ﻭَﻣَﺎ
ﻳَﻌْﻠَﻢُ ﺗَﺄْﻭِﻳﻠَﻪُ ﺇِﻻَّ ﺍﻟﻠّﻪُ ﻭَﺍﻟﺮَّﺍﺳِﺨُﻮﻥَﻓِﻲ ﺍﻟْﻌِﻠْﻢِ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﺁﻣَﻨَّﺎ
ﺑِﻪِ ﻛُﻞٌّ ﻣِّﻦْ ﻋِﻨﺪِ ﺭَﺑِّﻨَﺎ ﻭَﻣَﺎ ﻳَﺬَّﻛَّﺮُ ﺇِﻻَّ ﺃُﻭْﻟُﻮﺍْ ﺍﻷﻟْﺒَﺎﺏِ
তিনিই আপনার প্রতি কিতাব নাযিল
করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট,
সেগুলোই কিতাবের আসল অংশ। আর
অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে
কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা
বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে
তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর
ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর
যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা
এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের
পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে।
আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ
শিক্ষা গ্রহণ করে না।
[আয়াত- ৭, সূরা আল ইমরান]
পরিশেষে আমরা বুঝতে পারলাম যে Mufassil
Islam এবং তার অনুসারীদের অন্তরে কুটিলতা
রয়েছে বলেই এই হরফ গুলো নিয়ে লাফায়
,অন্য কোন কারনে নয় ৷
by
-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...