পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ। উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ ৬ হাজার ৬৯৩ কিলোমিটার। ... একটি অংশ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উত্তর দিকে ব্লু নীল নামে প্রবেশ করেছে সুদানে আর অপর অংশ বুরুন্ডি, রুয়ান্ডা থেকে শুরু করে, তাঞ্জানিয়ার ভিক্টোরিয়া হ্রদ ও উগান্ডা হয়ে সুদানে প্রবেশ করেছে হোয়াইট নীল নামে।