কটা কথা প্রচলিত আছে যে ব্রিটিশরা সব সময়ই অন্যদের থেকে এগিয়ে থাকে। এটা কেন বললাম? দেখুন পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডা, আর সেখানেও তাদের পদচারনা এক সময় ছিল সমান তালে। কানাডার আনুষ্ঠানিক রাষ্ট্র প্রধানের দায়িত্তে আছেন স্বয়ং রানী ২য় এলিজাবেথ।
তবে, এটি অবাক হওয়ার মতো বিষয় নয় কারণ একসময় কানাডা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল। এ দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক সিমানা ভাগ করে নিয়েছে।
এক নজরে কানাডা
আয়তন: ৩৮,৫৪,০৮২ বর্গ মাইল
জনসংখ্যা: ৩,৫৩,৬২,৯০৫ জন
রাজধানী শহর: অটোয়া
স্বাধীনতার তারিখ: ১ জুলাই, ১৮৬৭
প্রাথমিক ভাষা: ইংরেজি এবং ফরাসী (অফিসিয়াল)
প্রাথমিক ধর্ম: ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট
জাতীয় প্রতীক: ম্যাপেল পাতা, বিভার
জাতীয় রঙ: লাল এবং সাদা
জাতীয় সংগীত: “ও, কানাডা”