উস্তাদ বিলায়েত খাঁ বা পুরো নাম বিলায়েত হুসেন খাঁ (২৮ আগস্ট, ১৯২৮ – ১৩ মার্চ, ২০০৪ ) ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত বাঙালি সেতার বাদক তিনি উন্নত হস্তকৌশলের অধিকারী সেতারবাদক, নতুন সেতারবাজ ও শৈলীর নির্মাতা ও প্রচারক এবং নতুন ধরনের সেতারের আবিষ্কারক।
জন্ম ও প্রারম্ভিক জীবন
বিলায়েত খাঁ'র জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুরে। পিতা ছিলেন সেতারবাদক উস্তাদ এনায়েত খাঁ। বিলায়েতের দাদু ইমদাদ খানও ছিলেন খ্যাতনামা সঙ্গীতজ্ঞ। তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন পিতার কাছে। ১৯৩৮ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর তিনি শিক্ষা নেন মা বাশিরান বেগম, গায়িকা দিদিমা বান্দে হাসান খান এবং কাকা সুরবাহার বাদশাহ ওয়াহিদ খানের কাছে। দাদু ইমদাদ খান পূর্বে আগ্রার নিকট ইটাওয়া'য় থাকতেন। সেকারণে ইমদাদ খানের সঙ্গীতের পরিবার ইটাওয়া ঘরানা হিসাবে পরিচিত ছিল মোঘল আমলের ষষ্ঠ প্রজন্মের সঙ্গীতকারের প্রতিনিধি হিসাবে। বিলায়েত খাঁ প্রথমদিকে কণ্ঠশিল্পী হতে চেয়েছিলেন,কিন্তু তাঁর মা পারিবারিক সেতার ঘরানার ধারা বজায় রাখতে চেয়েছিলেন।