বাইসেপস পেশীটি মানুষের হাতে থাকে.
Ans : হাতে
More answer here related that
সংবিধানের কত নম্বর ধারার মাধ্যমে দেশের অভ্যন্তরে কোনাে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারী করা হয় ?
Ans : ৩৫৬ নম্বর ধারায় ।
ন্যাশনাল কমিশন ফর ওমেন কত খ্রীস্টাব্দে স্থাপিত?
১৯৮৬ খ্রীঃ ।
কোন্ ভিটামিনের বৈজ্ঞানিক নাম বায়ােটিন ?
Ans : ভিটামিন H
রক্তের “ PH ” ভ্যালু কত ?
Ans : ৭.৪ ।
হিমােগ্লোবিনকে কোন্ এককে মাপা হয় ?
Ans : গ্রাম / ডেসিলিটার ।
ক্রিসমাস ডিজিজ কোন্ রােগকে বলা হয় ?
Ans : হিমােফিলিয়া B
MRF স্পেস একাডেমি কোথায় অবস্থিত ?
Ans : হায়দরাবাদে ।
কোন্ আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে কম ?
Ans : বেগুনী ।
রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় ?
Ans : মুম্বাই ।
জিন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
Ans : বিজ্ঞানী জোহানসেন ।
মেন্ডেল কোন্ গাছের উপর বৈজ্ঞানিক পরীক্ষা করেন ?
Ans : মিষ্টি মটর ।
কোন্ স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ?
Ans : হংসচঞ্চু ।
তারামাছের গমনাঙ্গ কি ?
Ans : টিউবফিট ।
ক্লোনিং পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম কোন্ প্রাণীর সৃষ্টি হয় ?
Ans : মেষশাবক ।
মিশিগান ইউনিভার্সিটি কোথায় অবস্থিত ?
Ans : USA- তে ।
দেরাদুন শহরটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখণ্ড ।
বিশ্বের ক্ষুদ্রতম পাখী কোনটি ?
Ans : হামিং বার্ড ।
মহাকাশে প্রেরিত সর্বপ্রথম উপগ্রহ কোনটি ?
Ans : আর্যভট্ট ।
সত্যজিৎ রায় সর্বশেষ কোন্ পুরস্কারটি পান ?
Ans : অস্কার ।
কুলু উপত্যকাটি কোথায় অবস্থিত ?
Ans : হিমাচল প্রদেশ ।
মিনাক্ষী দেবীর মন্দির কোথায় অবস্থিত ?
Ans : তামিলনাড়ুর মাদুরাইতে ।
হাঙ্গর মাছের দেহটি কি দ্বারা গঠিত ?
Ans : তরুণাস্থি ।
ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
Ans : রাজস্থানে ।
রুইমাছের আঁশকে কি নামে অভিহিত করা হয় ?
Ans : সাইক্লয়েড আঁশ ।
বাইসেপস পেশীটি মানুষের কোথায় থাকে ?
Ans : হাতে ।