অনেকের মতে-
নেতাজি সুভাষচন্দ্র বসু সিংগাপুর রেডিও থেকে [১৯৪৪] প্রথম মহাত্মা গান্ধীকে "জাতির পিতা" বলে সম্বোধন করেন। মহাত্মা নামটি কবিগুরুর দেওয়া।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে এ প্রশ্নটিই করেছিল ঐশ্বরিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার প্রশ্নটি পাঠিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে জাতীয় মহাফেজখানায়।
জাতীয় মহাফেজখানা থেকে তারপর জানানো হয়েছে, গান্ধীকে কে জাতির পিতা উপাধি দিয়েছিলেন এবং কবে থেকে তা সর্বস্তরে ব্যবহার হচ্ছে, সে বিষয়ে সমাধান দিতে তারা অপারগ।
কোনো অফিসিয়াল ঘোষণায় মহাত্মা গান্ধী কে জাতির পিতা করা হয়নি। কোনো ঘোষণা ও আইন ছাড়াই তিনি ভারতবাসীর হৃদয়ে প্রতিষ্ঠিত। তবে ঐশ্বরিয়ার প্রশ্নটিও দারুণভাবে সবাইকে চমকে দিয়েছে।