বর্তমান রেকর্ড অনুযায়ী সবচেয়ে ভারী বা বড় ফল হচ্ছে আটলান্টিক জায়ান্ট পাম্পকিন। পাম্পকিন হচ্ছে মিষ্টি কুমড়া। তবে এই বড় পাম্পকিনটি ন্যাচারাল নয়। এটি হাইব্রিড ও বিশেষ চাষ বা যত্নে বড় করা।
আমাদের দেশে হাইব্রিড ব্যতিত এর চেয়ে চালকুমড়া বড় হতে দেখা যায়। যদিও বিতর্ক আছে। চালকুমড়া বা মিষ্টি কুমড়ার যেকোন একটি ফল সবচেয়ে বড় ফল বলা যেতে পারে।
অন্য দিকে ন্যাচারাল ভাবে জন্মানো আরো একটি ফল সাধারন অর্থে বিশ্বের সবচেয়ে বড় ফল। সেটি হচ্ছে কাঠাল। কুমড়ার মত কাঠাল ভারীর দিক থেকে কুমড়া থেকে কম কিন্তু আকৃতিগত দিক দিয়া কুমড়া চেয়ে বড় পাওয়া গেছে।
তথাপি কাঠালকে বিশ্বের বড় ফল বলা হয়না কারন কাঠাল একক ফল নয়। কাঠাল হচ্ছে যৌগিক ফল। অর্থাৎ একটি কাঠালের ভেতর অনেক ছোট ফলের সমষ্টি।