এমন কোন গাছের কথা কি শুনেছেন যেটা মৃত্যুকে হারিয়ে দিয়ে টিকে রয়েছে পৃথিবীতে? শত ঝড়-ঝঞ্জাও টলাতে পারেনি যাকে, উপড়ে ফেলতে পারেনি পৃথিবীর বুক থেকে? আর এমনই এক গাছ হচ্ছে "দ্যা ট্রি অব লাইফ"।
ভাবছেন, এত নাম থাকতে "ট্রি অব লাইফ" কেন দেওয়া হল গাছটির নাম? না, এমনিতে এর কোন নাম নেই। নির্দিষ্ট একটা উচ্চতা পেরিয়ে গেলে গাছকে নামে সিটকা স্প্রাচ ডাকা হয়। আরো অনেকের সাথে সাথে ট্রি অব লাইফও উচ্চতায় ৭০ মিটার আর প্রস্থে ৩ মিটার পেরিয়ে হয়ে গিয়েছে সিটকা স্প্রাচ প্রজাতির একটি গাছ। কিন্তু বর্তমানে নয়, বরং দ্যা ট্রি অব লাইফ বা জীবনের গাছ নামেই বেশি পরিচিত এটি। আর এর এমন পরিচিতির কারণ আর কিছু নয়, জীবনের প্রতি প্রচন্ড ভালোবাসা।