নেকমরদ ঠাকুরগাও জেলাধীন রানীশংকৈল থানার ৮ কিমি দক্ষিণে অবস্থিত একটি প্রাচীন জনপদ। সম্ভবত ১২শ শতকের শেষভাগে অথবা ১৩শ শতকের প্রথমভাগে এ অঞ্চলে সৈয়দ নাসিরুদ্দীন শাহ আউলিয়া নামে একজন পীরের আগমন ঘটে। পশ্চিম ও উত্তর বঙ্গের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের পর তিনি স্থায়িভাবে ভবানন্দপুর গ্রামে খানকাহ স্থাপন করে ইসলাম প্রচারে ব্রতী হন। তাঁর সৎ স্বভাব, চরিত্রমাধুর্য ও ধর্মপরায়ণতায় মুগ্ধ হয়ে জনগণ তাঁকে নেকবাবা, নেকমরদ বা নেকমরদান নামে অভিহিত করে। তাঁর প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ভবানন্দপুর গ্রামের নামকরণ করা হয় নেকমরদ।