বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানের অর্থনৈতিক আইন অন্যান্য অর্থনৈতিক আইন থাকে আলাদা । এটি একটি শুল্কমুক্ত ভৌগোলিক অঞ্চল । এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট হল – এখানে সরকারি ও বেসরকারি সংস্থাকে পর্যাপ্ত বিদ্যুৎ, পানীয় জল ও জমি প্রদান সহ নানা বিষয়ে ছাড় দেওয়া হয় ।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বৈশিষ্ঠ্য গুলি হল –
এই অঞ্চলে প্রথম ৫ বছর আমদানি বাণিজ্য দ্বারা প্রাপ্ত আয়ের ১০০% ছাড় দেওয়া হয়।
পরের ৫ বছর ৫০% ছাড় দেওয়া হয় ।
উন্নত পরিখাঠামো
উন্নত যোগাযোগ ব্যবস্থা
অপেক্ষাকৃত নমনীয় শ্রম আইন
নির্মাতাদের জন্য আমদানীকৃত পণ্যে শুল্ক ছাড়, ১৫ বছরের মধ্যে যে কোনো ১০ বছর আয়কর ছাড়, বিদেশী বিনিয়োগ , বাণিজ্যিক ভাবে জমি বিক্রি ইত্যাদি ।
শিল্প প্রতিষ্ঠানের জন্য শুল্কহীন বাণিজ্য,লাইসেন্সহীন আমদানি , আমদানি শুল্কে ছাড়, কাঁচামালের ক্ষেত্রে শুল্ক ছাড়, ১০০% বিদেশী বিনিয়োগ, প্রথম ৫ বছর ১০০% শুল্ক ছাড় ইত্যাদি ।
ভারতে প্রথম SEZ তৈরী হয়েছে ১৯৫৬ সালে গুজরাটের কান্দালা তে ।
২০০৬ সালে বিশেষ অর্থনৈতিক নাচোল সংক্রান্ত আইনটি পাশ হয় ।
পশ্চিমবঙ্গের বিশেষ অৰ্থনৈতিক অঞ্চল (SEZ) :
ফলতা (EPZ থাকে SEZ – এ পরিবর্তিত ) – ফলতা, দক্ষিণ ২৪ পরগনা
মণিকাঞ্চন (রত্ন ও অলংকারের জন্য) – সল্ট লেক
সল্ট লেক ইলেকট্রনিক্স সিটি (SEZ) – সল্ট লেক
কলকাতা লেদার কমপ্লেক্স – বানতলা, কলকাতা
কুলপি (কন্টেইনার পোর্ট ও SEZ ) – কুলপি, দক্ষিণ ২৪ পরগনা
হলদিয়া (পেট্রোলিয়াম , কেমিক্যাল ও পেট্রো-কেমিক্যাল ) – হলদিয়া , পূর্ব মেদিনীপুর